test
বাড়িঅন্যান্যজৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা, ৬টি মামলা ১১শত টাকা জরিমানা

জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা, ৬টি মামলা ১১শত টাকা জরিমানা


সিলেটের জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ১১শত টাকা জরিমানা আদায় করেছে নির্বাহী ম্যাজিষ্ট্যাট।


প্রশাসন সূত্রে জানাযায় ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ ফারুক হোসাইন জৈন্তাপুর সংক্রামন রোগ আইনের ধারায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালণা করেন। এসময় তিনি সবাইকে সর্তক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ করোনা ভাইরাস আরও মহামারি আকার ধারণ করছে। এজন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহন এবং বাজারে চলাচল এবং ভীড় এড়িয়ে চলার আহবান করেন। লগডাউন শুরুর পর হতে আমরা বিভিন্ন বাজারে রাস্তায় আইন প্রয়োগের আগে চালক শ্রমিকদের সর্তক করে দিয়েছি তার পরও অনেকেই আইন অমান্য করছেন। আজ প্রাথমিক ভাবে সংক্রামক রোগ আইননের ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক ৬টি মামলা দায়ের করা হয় ১১শত টাকা জরিমানা আদায় করা হয়। আগামী দিনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।


এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ ফারুক হোসাইন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক জৈন্তাপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬টি মামলা রেকর্ড করা হয়েছে এবং ১১শত টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments