সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন বাজারে এবং সারী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়৷
নির্বাহী ম্যাজিষ্ট্যাট সূত্রে জানায়, ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ড্রোজার মেশিন দিয়ে সারী ব্রীজের নিচ হতে বালু উত্তোলনের দায়ে মেশিন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ৷ পরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট উপজেলার বিভিন্ন বাজারের অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্টানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ৷ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷
সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, সারীনদী বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা প্রাথমিক ভাবে জরিমানা করা হয়েছে ৷