সিলেট তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে দুই মটর সাইকেল আরোহী গুরুত্বর আহত ৷
এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৫ এপ্রিল শুক্রবার রাত অনুমান আটটায় সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দরবস্তগামী একটি মটর সাইকেল তিন আরোহী নিয়ে দূর্ঘটনায় কবলিত হয়৷ এঘটনায় তিন আরোহীর মধ্যে দুই জন গুরুত্বর আহত হন ৷ আহতরা হলেন দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের ময়না দাসের ছেলে মিটু দাস (২২) অপর জন হলেন একই গ্রামের দিলিপ দাসের ছেলে সৌরভ দাস (১৮) ৷
স্থানিয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে প্রাখমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিলেট এম.এ.জি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷