সিলেটের জৈন্তাপুরে প্রবাসী গ্রুপের ১৪তম সহায়তা বিতরণ করেন ৷
৯ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের আয়োজনে ১৪তম সহায়তা বিতরণ করেন ৷ সহায়তা বিতরণ করেন প্রবাসী গ্রুপের অন্যতম উপদেষ্টা জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম ৷ এছাড়া সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী গ্রুপের বাংলাদেশ অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ৷ পরে অতিথিরা গ্রুপের নিকট আর্থিক সহায়তা আবেদনকারীদের মধ্যে ১৪তম সহায়তার অর্থ বিতরণ করা হয় ৷