সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ছদ্মবেশে ২বৎসরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১১ ফেব্রæয়ারী শুক্রবার সন্ধ্যায় ৫টায় জৈন্তাপুর উপজেলার টিপরাখলা এলাকায় পুলিশ ছদ্মবেশে অভিযান পরিচালনা করে দুই বৎসরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করে পুলিশ। পুলিশ বেশ কয়েকবার সরাসরি অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা সম্ভব হচ্ছিল না। সীমান্ত এলাকা হওয়ায় কারনে পুলিশ অভিযানে গেলে সে সীমান্ত অতিক্রম করে আত্মগোপন করে। আসামীকে আটক করতে জৈন্তাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আহাদ ও এ.এস.আই দীন ইসলাম সাধারন কৃষকের ছদ্মবেশে অভিযান পরিচালনা করে উপজেলার টিপরাখলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কবির হোসেন (৩৫) কে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ছদ্মবেশ ধারণ করে আসামী কবির আহমদকে আটক করা হয়েছে। সে দুই বৎসরের সাজাপ্রাপ্ত আসামী। আগামী কাল শনিবার আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হবে।