বাড়িঅন্যান্যজৈন্তাপুর ইউপির ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন ১৫ জুন

জৈন্তাপুর ইউপির ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন ১৫ জুন

সিলেটের জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মোতালেব মৃত্যু জনিত কারেন সদস্য পদ শূন্য ঘোষনা করা হয় ৷ শূন্যপদ পূরনের লক্ষ্য ১নস্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের তারিখ ঘোষনা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন (ইসি) তারিখ অনুযায়ী আগামী ১৫ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ নতুন তারিখ ঘোষণা করেন। আগামী ১৭ মে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ তারিখ, ১৯ মে মনোনয়ন পত্র বাছাই, ২৬ মে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৫ জুন ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়৷

তফসিল ঘোষণার পর হতে ভোটারদের মধ্যে উপ-নির্বাচনের হাওয়া বইছে অনেকটা ধীর গতিতে ৷ অনেকেই জানিয়েছেন ১নম্বর ওয়ার্ডের যোগ্যপ্রার্থী নিয়ে সংশয় রয়েছে ৷ সদস্য পদের জন্য প্রার্থীদের তেমন কোন দৌড় ঝাঁপ নেই ৷ মনোনয়ন পত্র দাখিলের পর সাধারণ ভোটারদের নিকট প্রাথীরা দৌড়ঝাঁপ করবে ৷

উপ-নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহনের জন্য ইতোমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা ও জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments