বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগঝিনাইগাতীতে বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন , ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক দেশ বিনির্মাণের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বাকাকুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান
যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান
কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান
সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন
উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ
সদস্য সচিব কামরুজ্জামান রুবেল
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম আহমেদ প্রমুখ।
বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি
আয়োজকদের মতে, দীর্ঘ ১৭ বছর পর কাংশা ইউনিয়নে এটিই ছিল সবচেয়ে বড় আয়োজন। কাংশা ইউনিয়ন ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সমর্থকরা দলে দলে এসে অনুষ্ঠানে যোগ দেন। আয়োজকদের দাবি, প্রায় ৩ হাজার মানুষের সমাগম ঘটে এই ইফতার মাহফিলে।
শৃঙ্খলা রক্ষায় যুবদল ও সহযোগী সংগঠনের ভূমিকা
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাংশা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্বে ছিলেন—
কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল মন্ডল
সহ-সভাপতি সাইফুল মোল্লা
সাধারণ সম্পাদক নাছির আহমেদ পনির
সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল
স্থানীয় ইউপি সদস্য মুসা সরদার
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি ও সম্পাদকরা সক্রিয় ভূমিকা পালন করেন।
স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সম্পৃক্ততা
অনুষ্ঠানে কাংশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া বাবু, বাদশা মিয়া, এনামুল হক, কাংশা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব সারোয়ার মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের বক্তব্য
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠনের আহ্বান জানান।
উপস্থিত নেতাকর্মীরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments