বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাটাংগাইল সখিপুর উপজেলার কচুয়া বাজারে বেটারী চালিত ইজিবাইকের দুই ড্রাইভার যাত্রী উঠানো...

টাংগাইল সখিপুর উপজেলার কচুয়া বাজারে বেটারী চালিত ইজিবাইকের দুই ড্রাইভার যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটি থেকে ঘটেছে মারাত্মক মারামারি।

মো: সোহেল রানা, সখিপুর (টাংগাইল) শিক্ষানবিশ প্রতিনিধি

টাংগাইল সখিপুর উপজেলার কচুয়া বাজারে আজ ২৪/০৪/২০২৪ ইং বেলা ১২ ঘটিকার সময় বেটারী চালিত ইজিবাইক এর দুই ড্রাইভার যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকাটি থেকে ঘটেছে মারাত্মক মারামারি । আমের আলী নামক ড্রাইভার তার স্ত্রী এবং নাতিকে নিয়ে যাচ্ছিলো নাতিন জামাই বাড়িতে,  বাজারে এসে তার নাতি কিছু প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য গাড়ি থেকে নেমে যান এবং কেনাকাটার শেষে যখন গাড়িতে উঠেন তখন তাকে বাধা দেন লোকমান নামের এক ড্রাইভার, বাধা দিয়ে বলেন সে যেনো এই স্টেশন থেকে একটি যাত্রীও তার গাড়িতে না তুলেন, কথা শুনে আমের আলী বলেন উক্ত যাত্রী তার নাতি সে কোন যাত্রী উঠাচ্ছে না,  এসব শুনে লোকমান তার কথা বিশ্বাস না করে তাকে মিথতাবাদী, বদমাইস ইত্যাদি বাঝে ভাষায় গালাগাল দিতে থাকে এবং আমের আলীকে গাড়ি থেকে শার্টের কলারে ধরে টেনে হেচড়ে নামিয়ে ফেলে, এক পর্যায়ে তাদের উভয়ের মাঝেই হাতাহাতি শুরু হয়ে যায় এবং পরিস্থিতি মূহুর্তের মধ্যে গুলাটে রুপ ধারণ করে।  উভয় পক্ষের হাতাহাতি মারামারি দেখে ঘটনাস্থলে থাকা ব্যাক্তিগণ তাদের কে ফেরানোর চেষ্টা করিলে লোকমান নামের এই ড্রাইভার ৩য় পক্ষের একজনকে মারাত্মক ভাবে আঘাত করে আহত করেন। ঘটনাস্থলে থাকা জনতার অভিযোগ লোকমান নামের এই ছেলেটা মাঝে মধ্যেই বাজারে ঝামেলা করে থাকেন যাত্রী সহো বিভিন্ন গাড়ির চালকদের সাথে । ঘটনাস্থলে থাকা স্থানীয় বাজারের ব্যবসায়ী সহো অন্যান্য সাধারণ জনগণের দাবী এই কচুয়া বাজারে সার্বক্ষণিক দু একজন পুলিশের লোক মোতায়িন রাখলে সাধারণ জনতা শান্তিপূর্ণ ভাবে যাতায়েত করতে পারবে আর এই ধরনের ঝগড়া ঝাটি থেকে বিরত থাকতে পারবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments