বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাটেকনাফের হোয়াইক্যংয়ে ১১বসত বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা।

টেকনাফের হোয়াইক্যংয়ে ১১বসত বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা।

শামসুল আলম শারেক,  টেকনাফ( কক্সবাজার)

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে আগুনে ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির মালিকদের প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা সৈয়দ আকবরের পুত্র আবুল কাশেম লালুর ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে লালুর ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান বের হয়ে দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়দের প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে প্রায় ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন-

সৈয়দ আকবর, আবুল মনজুর, নুর কামাল মিস্ত্রী, সব্বির আহমদ,রশিদ আহমদ,দেলোয়ার হোসেন,আবুল কালাম ধলু,মনির আহমদ,আবুল কাশেম লালু, আবু তাহের,নুর আয়েশা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, উলুবনিয়া এলাকায় ১১টি ঘর পুড়ে গেছে । বিষয়টি উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments