test

টেকনাফে ৩ কৃষক অপহরণ

শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার টেকনাফের হ্নীলা পানখালী ভিলেজার পাড়ার পাহাড় এলাকা থেকে ৩ জন  কৃষক কে অপহরণ করা হয়েছে বলে জানাগেছে। পাহাড়ি অপহরণ চক্রের সদস্যরা তাদের কে অপহরণ করেছে বলে তাদের পরিবারের দাবি।

তারা হলেন, আব্দু রশিদের ছেলে সোনা মিয়া (৫০), নুরুল আলমের ছেলে সিরাজুল ইসরাম (১২) ও মবগুল আহাম্মদের ছেলে নুরুল আলম (৪৫)। তবে ৩ জনের মধ্য থেকে ২ জন কে বন্দি রেখে ভিক্টিম নুরুল আলম কে অপহরণ চক্রের সদস্যরা মুক্তিপনের  টাকা জোগাড় করতে আস্তা থেকে ছেড়ে  দিয়েছে বলে জানান ফিরে আসা নুরুল আলম।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে তাদের অপহরণের খবর পাওয়া যায়।

অপহরণ চক্রের আস্তানা থেকে ফিরে আসা নুরুল আলম জানান, দুপুরে বাড়ির পশ্চিমের পাহাড়ে আমার ছেলে সহ  আমরা ৩ জন ক্ষেতের জন্য লাটি কাটতে গেলে পাহার থেকে কিছু অপহরণ চক্রের সদস্যরা এসে আমাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে তাদের আস্তানায় নিয়ে যায়। পরে আমাকে আমার ছেলে সহ বাকী দুই জনের জন্য মুক্তি পন জোগাড় করতে ছেড়ে দেন। তা যথা সময়ে দিতে না পারলে বা কোন প্রশাসন কে জানালে তাদের মেরে ফেলার হুমকিও দেন।

স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দীন জানান, অপহৃরণ ৩ জনই দিন মজুর। তারা কৃষি কাজ করে তাদের জীবন সংসার চালায়। তাদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, আমাকে কেউ অবগত করেনি। তবুও খুঁজ খবর নিয়ে ঘটনার বিষয়ে অবগত হলে প্রশাসনের সহযোগিতায় উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাব।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, ওই বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। তবে খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নিচ্ছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments