
মোঃ নাঈম মিয়া,মানিকগঞ্জ সদর(মানিকগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া নামক ষ্ট্যান্ডে ইট বাহী ট্রাক ও সবজি বাহী পিকআপের মুখোমুখি সংর্ঘষে ড্রাইভার সহ কয়েকজন শুরুতরভাবে আহত হয়েছেন।আজ ৭ই জুন সন্ধ্যায় ঘঠে এই ঘঠনা।
স্থানীয় সূত্র জানা যায়,ট্রাকের গতি বেশি থাকায় এই এক্সিডেন্ট হয় ,সবজি বাহি ট্রাকের ড্রাইভার বাঁচার আশঙ্কা নেই বলে জানা যায়। এই রোডের মাধ্যমে ঢাকায় যাতায়াত যেমন সহজ হয়েছে , তেমনি প্রতিনিয়তই বেরে চলছে রোড এক্সিডেন্ট। এর অন্যতম কারণ হচ্ছে গাড়ির গতিসীমা। এমন ঘটনায় এলাকাবাসী খুবই মর্মাহত ইতি পূর্বে জানতে পারি একই স্থানে এর আগে ও কয়েকবার সড়ক দূর্ঘটনায় জীবন দিয়েছে।