
নাসির উদ্দিন,মাদারীপুর সদর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উন্নয়নমূলক কাজের বিপরীতে নির্ধারিত হারে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে খোদ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। স্থানীয় লোকজন উন্নয়নমূলক কাজের নির্মাণ সম্পর্কে উপজেলা প্রকৌশলীকে অবহিত করলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ না করে উল্টো ঠিকাদারদের পক্ষেই সাফাই গেয়ে থাকেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সড়ক নির্মাণ ও মেরামতে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিটুমিনসহ নির্মাণের নির্মাণসামগ্রী ব্যবহার, মূল ঠিকাদারের পরিবর্তে অদক্ষ ঠিকাদার দিয়ে কাজ করানো, রাস্তা তৈরির সময় ঠিকাদারের কাজের যথাযথভাবে তদারকি না করা আর রক্ষণাবেক্ষণের অভাবে সড়ক নির্মাণ বা মেরামতের ২/৩ মাস যেতে না যেতেই তা নষ্ট বা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সরকারি বরাদ্দের এমন অপব্যয়ের কারণে দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীকে।
ডাসার উপজেলার বীরমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের থেকে গোপালপুর বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে।নির্মাণ কাজে নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করা হচ্ছে।এই রাস্তার কাজ তদারকীতে উপজেলার এলজিইডির কর্মকর্তাদের গাফলতি আছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।