বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাডোমারে ছমির উদ্দিন পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত...

ডোমারে ছমির উদ্দিন পোকালাগা পীর সাহেবের ওরশ শরীফ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

পলাশ, চিলাহাটি ডোমার নিলফামারী প্রতিনিধিঃ

প্রতি বছরের ২৮শে বৈশাখ বিশিষ্ট ইসলাম প্রচারক ও সুফি সাধক মরহুম ছমির উদ্দিন (পোকালাগা) পীর সাহেবের ওফাত দিবস ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ওরশ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ মে বাদ আসর উপজেলার সদর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে রেলগেট থেকে ২ শত গজ দক্ষিণে ছমির উদ্দিন ওরফে পোকা লাগা পীর সাহেবের মাজার অবস্থিত। প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে এলাকার লোকজনসহ বিভিন্ন এলাকায় শত শত ভক্ত সমর্থকেরা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাংলা বছরের ২৮শে বৈশাখ মরহুম ছমির উদ্দিন পীর সাহেবের ওরশ শরীফের তারিখ, সেই মোতাবেক প্রতি বছরের ন্যায় আজকেও তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এই মাজারে দেশের বিভিন্ন এলাকার ভক্ত এবং সমর্থকরা প্রতি বছরের এই দিনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পাশাপাশি অনেকেই পীর সাহেবকে ওসিলা করে মহান আল্লাহ পাকের দরবারে মানত করেন, এবং অনেকেরই সেই চাওয়া পাওয়া ও মনোবাসনা আল্লাহ পাক পুরন করেছেন বলে তেনার ভক্ত ও সমর্থকদের কাছ থেকে জানা গেছে।

এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন যাবৎ এই দোলার মাঝখানে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে সাধনায় ছিলেন। রোদ-বৃষ্টি, ঝড় তুফানের মাঝেও তিনি এখানে আল্লাহর সন্তুষ্টি কামনায় ইবাদত করেছেন। একসময় তার অলৌকিক শক্তি এবং বিভিন্ন রকমের আধ্যাত্মিক কর্মকাণ্ডে সকলেই আশ্চর্য হয়ে যেতেন। এভাবেই তাঁর সুনাম ছড়িয়ে পড়লে দিন দিন তার ভক্ত এবং সমর্থক বাড়তে থাকে। তাছাড়া বিভিন্ন জায়গার মানুষ তখন এই মাজারে এসে তেনাকে ওসিলা করে আল্লাহর দরবারে যা চাইতেন সেগুলো নাকি আল্লাহ পাক পুরন করেছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। মরহুম ছমির উদ্দিন পোকালাগা পীর সাহেব নাকি খুব কামিয়াবি লোক ছিলেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments