test
বাড়িএক্সক্লুসিভ নিউজতামাবিল স্থল বন্দর দিয়ে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

তামাবিল স্থল বন্দর দিয়ে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তামাবিল স্থলবন্দরের পিছন দিক দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক করেছে বিজিবি

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার সময় সিলেটের তামাবিল স্থলবন্দরের পিছন দিয়ে অবৈধ ভাবে বায়লাদেশে অনুপ্রবেশের সময় টহলরত বিজিবি সদস্যরা নাইজেরিয়ান নাগরিককে আটক করে।

বিজিবি সুত্রে জানা যায়, আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাবলিউইউ (ONYEBUCHUKWU STANLEY EGWU)। বয়স ৩১ বছর এবং তার পাসপোর্ট নাম্বার A10342855 ।

সিলেট ৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. সুরুজ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে টহলরত অবস্থায দায়িত্ব পালন করছে। রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে সতর্ক বিজিবি জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করে ফেলে।

তামাবিল বিজিবির নায়েক সুবেদার মো: সুরুজ মিয়া জানান, আটক নাইজেরিয়ান নাগরিককে উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালছে ৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments