বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাদীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাজন গ্রেপ্তার

দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাজন গ্রেপ্তার

দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ রাজন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ মার্চ) গেল মধ্যরাতে উপজেলার পশ্চিম থানা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দীঘিনালা থানা পুলিশ।
গ্রেপ্তার মোঃ রাজন উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে। তিনি দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ রাজন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী দীঘিনালা থানায় দায়ের করা রাজনৈতিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী।দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, গেল বৃহস্পতিবার মধ্যরাতে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সকালে পুলিশ পাহাড়ায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments