বাড়িঅন্যান্যদুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মেরে নিহত হয়েছেন অপর ট্রাকের চালক আওয়াল সরদার (২৮)। সোমবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গুইজ সরদারের ছেলে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার আতিকুর রহমান জানান, চুয়াডাঙ্গার আলমাডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজার এলাকায় পাটবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সোমবার ভোরে মেহেরপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে মেহেরপুরগামী ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।

আওয়াল সরদারের মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments