বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাদেশজুড়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

দেশজুড়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি

সারা দেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহ ত্রিশালে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন কওমি মাদরাসার  শিক্ষার্থীরা। আজ সোমবার  দুপুর ৩টায়  বাস স্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আল ইহসান তলাবা পরিষদের, ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

দুপুরে ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে কওমি মাদরাসা শিক্ষার্থীদের বাইরেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন এবং সরকারের কাছে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া হাফেজ হাফিজুর রহমান বলে, ‘দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশে আর কোনো চাঁদাবাজি, রাহাজানি হবে না। কিন্তু এখন প্রতিনিয়তই সেটা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এসবের বিচার চাই। দেশে প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নয়, তাদের ফাঁসি চাই। ধর্ষকদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হোক। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ, কিন্তু আমাদের সরকার সেই জনগণের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না।’

আশরাফুল হক  নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মেয়ে নিরাপদে বাঁচতে পারবে, যেখানে রাস্তায় নামতে কেউ ভয় পাবে না। মানুষ এখন ছিনতাই–ডাকাতির আতঙ্কে সড়কে নামতে ভয় পাচ্ছে।’

দেশজুড়ে প্রতিদিন ছিনতাই, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে উল্লেখ করে সানাউল্লাহ  নামের এক শিক্ষার্থী বলেন, ‘মানুষ আতঙ্কে আছে। অনেকে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। আমরা নিরাপদ নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছি।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments