
রবি মিয়া ।। ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সাদীপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে শনিবার সন্ধ্যায় গোলাম নূর (৬০) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এএসআই উজ্জ্বল মোল্লা বলেন, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাদীপুর গ্রামের বাসিন্দা গোলাম নূরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। মামলা নম্বর সিআর-৩৮/২০২৪। এই মামলায় তিনি পলাতক ছিলেন। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।রবিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।