বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় শহীদ মিনারে স্কুল ছাত্রীর অবস্থান ও প্রতিবাদ করেন

নওগাঁয় শহীদ মিনারে স্কুল ছাত্রীর অবস্থান ও প্রতিবাদ করেন

” কাজী স্বাধীন ” স্টাফ রিপোটার :
-জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে প্লাকার্ড হাতে এক স্কুল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তিনি। অবস্থান নেওয়া ওই স্কুল শিক্ষার্থীর নাম ফাতেমা ছোঁয়া। সে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এসময় ‘জীবিত আছিয়াদের নিরাপত্তা দেবে কে?’ লেখা প্লাকার্ড হাতে তাকে একাই মুখের কালো কাপড় বেঁধে প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় তার চারপাশে মোমবাতি জ্বালানো ছিল। অবস্থান কর্মসূচি পালন করা ওই শিক্ষার্থী বলে, আমরা এখন ঘরের বাইরে বের হতে ভয় পাই। আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা দেবে কে? তিনি আরো বলেন, আমরা যাতে স্কুল-কলেজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি সেই নিরাপত্তা চাই। যাতে আর কোনো জীবিত আছিয়াকে ধর্ষণ বা কাউকে নারী নির্যাতনের শিকার হতে না হয়। এজন্যই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছি। মেয়েটির বাবা যাযাবর ব্যান্ড এর সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন বলেন, আমরা ছেলে-মেয়েরা নিরাপদ নয়। প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় অজস্র শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছেন। আমরা আর কত প্রাণ হারাতে দেখবো? আর কবেই বা আমার আপনার ছেলে-মেয়েরা ভয় মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে? তিনি বলেন, স্বাধীন বাংলায় কোনো ধর্ষকের স্থান নাই। আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী। জীবিত আর কোনো আছিয়াকে আমরা হারাতে চাই না। দ্রুত ধর্ষকদের বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হোক এমনটাই আমার চাওয়া।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments