
বাহুবল(হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
বাহুবল মডেল থানার নবাগত ( ওসি) অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের সাথে বাংলাদেশ প্রেসক্লাব বাহুবল উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) রোজ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন , পুলিশ ও সাংবাদিকদের মধ্যে তথ্য আদান প্রদান হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজে রক্ষা করা সম্ভব। বাহুবলে যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ প্রেসক্লাব বাহুবল শাখা সাংবাদিকদের প্রতি সর্বোচ্চ সহযোগীতা কামনা করেন। মতবিনিময়কালে, প্রেসক্লাবের নেতৃবৃন্দ মাদক,জুয়াওচুরি-ডাকাতিসহ বাহুবলের বিভিন্ন বিষয় তুলে বক্তব্য পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, সহ-সভাপতি মিয়া মোঃ সিজিল, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ জামাল, দপ্তর সম্পাদক রাজু সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান নোমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা শৈবাল, নির্বাহী সদস্য কাজী আলফু, মাসুক মিয়া ও ছাব্বির হোসেন প্রমুখ।