নবীগঞ্জ পৌরসভার ৩ বারের কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র-১ ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম এর সহধর্মনী সুলতানা বেগম (৪৫) গতকাল বুধবার ভোরে সিলেটে একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি……….. রাজিউন)।মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান স্বামীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।মরহুমার জানাযার নামাজ গতকাল বুধবার বেলা ২ টায় দারুল উলুম মাদ্রাসার ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
জানাযার নামাজ শেষে রাজাবাদ গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে অংশ নেন, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, এডভোকেট ফারুক আহমেদ, পৌর কাউন্সিলর কবির মিয়া, লুৎফুর রহমান মাখন, আব্দুস ছোবহান, সাবেক কাউন্সিলর সুন্দর আলী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুর রহমান তছনু, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,বিএনপি নেতা মনর উদ্দিন, সেচ্ছা সেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,সংবাদ পত্রের এজেন্ট মোশাহিদ আহমেদ, বিএনপি নেতা নুরুল আমিন, সাংবাদিক তৌহিদ চৌধুরী, শামিম আহমেদ চৌধুরী, অলিউর রহমান, মুজিবুর রহমান মুজিব, এটিএম জাকিরুল ইসলাম, আবু তালেব, শওকত আহমেদ, মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, জাফর ইকবাল, তুহিন আলম রেজুয়ান প্রমুখ।
জানাযায় ইমামতি করেন মরহুমার কনিষ্ঠ পুত্র হাফিজ শিপু আহমেদ । সাবেক প্যানেল মেয়র এটিএম সালামের সহধর্মনী সুলতানা বেগমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবু জাহির, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহ নওয়াজ মিলাদ গাজী, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া,সাবেক সংসদ সদস্য এম এ মুমিন চৌধুরী বাবু। বিবৃতিতে মরহুমার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ৷