test
বাড়িঅন্যান্যনবীগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

নবীগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

নবীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের গন্ধ্যা গ্রামের একটি পুকুর থেকে মাহিদ মিয়া (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে লাশটি করা হয়। নিহত শিশু মাহিদ মিয়া বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের চকমমন্ডল কাপন গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র।

ওয়াহিদ মিয়া জানান, নবীগঞ্জ এলাকায় ব্যবসা করার সুবাধে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিলাল মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত (৩০ মার্চ) খেলা করতে গিয়ে তার শিশু পুত্র মাহিদ আর ঘরে ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) তার ছেলের মরদেহটি মসজিদের পুকুরে ভাসতে দেখা যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ শিশু মাহিদের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস.আই বিজয় দেবনাথ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments