
শ্যামল শিমুল ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রাধিকা সড়কে ওয়ারুক বাজার জামাল ডাক্তার মার্কেটের সামনে মাইক্রোবাস ও সি এন জি সরাসরি সংঘর্ষে শুক্কুর খান (৫০) নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু। নিহত শুক্কুর খান নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের পূর্ব পাড়ার পাণ্ডব আলী বেপারী বাড়ির মৃত ফুল মিয়ার ছেলে। আজ রবিবার বিকাল ৪-ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ রোগীকে ডাক্তার দেখিয়ে নবীনগরে ফেরার পথে শিবপুর ইউনিয়নের ওয়ারুক নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা শুক্কুর খানকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক শুক্কুর খান কে মৃত ঘোষণা করেন। নিহত শুক্কুর খানের নিকট আত্মীয় নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের গুরুতর আহত সিদ্দিক মিয়াকে (৭৫) উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মাইক্রোবাসটি আটক করে এবং এর চালককে নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান এই দুর্ঘটনার দায় সম্পূর্ণ মাইক্রোবাস চালকের। মাইক্রো বাসের চালক লিটন ঘোষ (৪৫) কে আটক করে নবীনগর থানা হেফাজতে আনা হয়েছে।