
অরবিন্দ রায়,স্টাফ রির্পোটারঃ
নরসিংদীতে নতুন কারিকুলাম বিস্তরণে প্রধান শিক্ষকদের প্রশিক্ষন আজ সোমবার শুরু হয়েছে। নরসিংদীর ব্রাহ্মন্দী বালিকা স্কুল এন্ড কলেজে সকাল ৯ টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মো. মোবারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও প্রশিক্ষকবৃন্দ।
নতুন কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষনে নরসিংদী সদর উপজেলার প্রায় ৬০ টি স্কল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও সহকারী প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করছেন।
২০২৪ সালের শিক্ষাবর্ষের নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানদের দক্ষতা বৃদ্ধির জন্য ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ বৃদ্ধির জন্য এ বিষয় ভিওিক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখন প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষিক্ষন শুরু হয়েছে।
শিক্ষকরদের প্রশিক্ষণ শেষ করার পর এবার প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হলো।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ বলেন,
নতুন কারিকুলামে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে নতুন শিক্ষা কার্যক্রমের জন্য আমরা দক্ষতা অর্জন করছি। নতুন কারিকুলাম নিয়ে সমালোচকদের সমালোচনা করে কোন লাভ নেই। সরকারের সিদ্ধান্তে নতুন কারিকুলাম বাস্তবায়ন হবেই।
সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর জানান, নতুন শিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে গুজব ছড়ানোর চেষ্টা করে কোন লাভ নেই। নতুন শিক্ষা কার্যক্রম আমাদের তরুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, মূল্যবোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলব