বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীতে ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় টিয়া পাখি মার্কা এগিয়ে।

নরসিংদীতে ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় টিয়া পাখি মার্কা এগিয়ে।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ৮ মে বুধবার নরসিংদী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নরসিংদীর সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারনায় ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব কফিলউদ্দিন ভূইয়া বাচ্চু টিয়া পাখি মার্কায় প্রচারনায় এগিয়ে রয়েছেন ।

গত বছর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তিনি বিজয় অর্জন করেছিলেন। উপজেলা সর্বএ কফিলউদ্দিন ভূইয়া বাচ্চুর জনপ্রিয়তা রয়েছে।

নরসিংদী সদর উপজেলার নবীপুর, বালুয়াকান্দি, দিলারপুর, নজরপুর, আলীপুর, শ্রীনগর, রসুলপুর, নোয়াবপুর, জগৎপুর চর এলাকা সহ শহরের বিলাসদী, ভেলাননগর, নরসিংদী বাজার, এ ছাড়াও শিলমান্দী, মেহেরপাড়া, নেহাব, দাসপাড়া,মূলপাড়া, আসমান্দির চর, চর মাহমুদপুর, ভাটপাড়া, নলূয়া, পাঁচদোনা, নগর পাঁচদোনা, পাঁচদোনা মোড় সহ বিভিন্ন এলাকায় টিয়া পাখি মার্কা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে জানা গেছে।

টিয়া পাখি মার্কার প্রচারণা সকাল থেকে রাত পর্যন্ত চলছে । বিভিন্ন বাজার, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান সহ উপজেলার সবএ চলছে টিয়া পাখির প্রচারনা।

তরুন ভোটর ও প্রবীণ ভোটাররা টিয়া পাখি মার্কায় ভোট দিবেন বলে আশা করা যায়। গতবার উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হবার পর সদর উপজেলায় একজন ভালো মানুষ চেয়ারম্যান হবেন বলে জনগন আশা করছেন।

টিয়া পাখি মার্কা নিয়ে মাঠে নেমেছেন ছাএলীগ, যুবলীগ, কৃষকলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments