বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর পলাশে১৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

নরসিংদীর পলাশে১৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা সহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন মিয়া গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এলাকার কাঠালদীয়া গ্রামের মমিন মিয়ার ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান , শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াশাল পৌরসভার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এসময় সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে সুমন মিয়ার সাথে থাকা দুটি ব্যাগে তল্লাশী করলে একটি থেকে ৮ কেজি ও অপরটি থেকে সাড়ে ৭ কেজি সর্বমোট সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments