বাড়িঅন্যান্যনরসিংদীর রায়পুরা ককটেল বিস্ফোরণ, আটক ১

নরসিংদীর রায়পুরা ককটেল বিস্ফোরণ, আটক ১

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদী রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানপাট ও প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী  পালানোর সময় উজ্জ্বল (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে । সে পৌর শহরের মৃত বজলু মিয়ার ছেলে।
বুধবার রাত আনুমানিক নয়টার দিকে পৌর শহরের শ্রীরামপুর গরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।  গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) কামাল।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আইয়ুব ও উজ্জ্বলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল  দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে শ্রীরামপুর গরুবাজারে বেশকয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সময় তারা একটি গাড়ির গ্যারেজে গাড়িও ভাংচুর করে। পরে এলাকাবাসী  প্রতিহত করতে এগিয়ে এলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী উজ্জ্বল নামে একজনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রায়পুরা থানার উপপরিদর্শক কামাল জানান, আইয়ুব এবং উজ্জ্বলের নেতৃত্বে কয়েকজন দোকান ও প্রাইভেটকার ভাংচুর করার কথা আমরা জানতে পেরেছি। সেসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালাতে গিয়ে নাকি তারা ককটেলও বিস্ফোরণ করেছে। সেসময় এলাকাবাসী উজ্জ্বল নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments