বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলানরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর শিবপুরে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে  তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।  সোমবার   র‍্যালীটি  বের করে উপজেলা প্রশাসন। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর, সমাজ সেবা কর্মকর্তা কেএম আবু রায়হান উপস্থিত ছিলেন।
র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা ইয়াসমিন বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
পরে শিবপুর উপজেলার নির্বাহী অফিসার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments