
মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনে ব্যবসায়ীদের ৮টি ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।