বগুড়ার শেরপুরে এক নারী চাতাল শ্রমিককে ধর্ষণের ঘটনায় পুলিশ নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
১৩ ফেব্রুয়ারি শনিবার রাতে ঐ নারী শ্রমিক বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ রবিবার অভিযান চালিয়ে তাকে আটক করে। মামলা সূত্রে জানা যায়, নারী চাতাল শ্রমিক জীবীকার সন্ধানে শেরপুরে আসে। ১০ ফেব্রুয়ারি বুধবার রাত্রি ১০টায় ওই নারী চাতালের একটি ঘরে কাজ করছিল। এ সময় তাকে একা পেয়ে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের আমিনুর রহমানের ছেলে নজরুল ইসলাম জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।