
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুটকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (২৬- সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সাক্ষরিত এক দলীয় প্যাডে এ নির্দেশনা দেয়া হয়েছে।
জানা যায়, আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী এড খায়রুল কবির রুমেনের বিপক্ষে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমতিক্রমে এ নির্দেশনা দেয়া হয়।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা নুরুল হুদা মুকুটকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে উনাকে (মুকুটকে) প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করা হয়। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের তারিখ শেষ তারিখ অতিক্রম হয়ে যাওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।