বাড়িঅন্যান্যনোয়াখালী প্রেসক্লাব উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নোয়াখালী প্রেসক্লাব উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালী বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীত বস্ত্রের অভাবে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার .. সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ এসব কম্বল তুলে দেন।

এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ কষ্টে আছে। নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ পর্য্ন্ত তিন শতাধিক মানুওষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবানরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলোর দুর্ভোগ অনেকটা কমবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments