test
বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাপথশিশু, গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ালো সৈয়দপুরের তরুন সমাজ।

পথশিশু, গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ালো সৈয়দপুরের তরুন সমাজ।

মো:ফয়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি। 

পথশিশু, গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ালো সৈয়দপুরের তরুন সমাজ।

লায়ন্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিহ্মার্থী মো: আরিফ হাসান এর উদ্যোগে এবং তার সহপাঠী ও শহরের তরুনদের সহযোগিতায় সৈয়দপুরে ২০০ জন পথশিশু,গৃহহীন,এতিম,বৃদ্ধ ও অসহায় মানুষদের মাঝে ঈদের উপহার হিসাবে কাপড় ও পরবি বিতরণ করেছে এই তরুন শিহ্মার্থীর দল।যা শহর জুড়ে প্রসংসিত হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন উদ্যোক্তা আরিফ।তানজিরুল ইসলাম,খোকন,তাসমিনা আক্তার,আমান,অনিক, বর্ষন প্রমুখ।

তারুণ্য যেকোনো জাতির অমূল্য সম্পদ। তারুণ্যের দৃড় মনোবল, অপরিসীম সাহস ও কাজ করা দক্ষ মানসিকতাই পারে একটা জাতিকে পরিবর্তন করে দিতে। সভ্যতার উত্থান-পতনে তার বড় অংশই এসেছে তারুণ্যের হাত ধরে। তারুণ্যই সংস্কৃতি ও সভ্যতার উন্নয়নের মূল কারিগর। অফুরন্ত প্রাণ শক্তি আর সৃষ্টির উম্মাদনাই তারুণ্যের গৌরব। বদ্ধ কুঠিরের দুয়ার চূর্ণ করে যাওয়াটা এর অর্জন। চেতনাদৃপ্ত তরুণরা যখন জেগে ওঠে তখন সকল প্রতিবন্ধকতার চড়াই-উৎরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে। বিজয়ের পুষ্পমালা তাদের পদচুম্বন করে। ইতিবাচক অর্জনসহ সকল সেক্টরেই থাকে তাদের অবদান। কেবল তরুণরাই পারে জাতিকে একটি শান্তির সমাজ উপহার দিতে।

এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের এমন কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments