বাড়িবাংলাদেশেঢাকা বিভাগপলাশে হোটেল ও ফার্নিচারের দোকান আগুন

পলাশে হোটেল ও ফার্নিচারের দোকান আগুন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদীর পলাশে আগুনে হোটেল ও ফা়র্নিচারের দোকান পুড়ে ছাই হয়েছে।  খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।  শনিবার রাতে পলাশ উপজেলা কার্যালয়ের সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূএে জানা যায় , শনিবার রাত সাড়ে নয়টার দিকে পলাশের আলামিনের একটি হোটেল ও অনিল সূএধরের কাঠের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পলাশ ফায়ার সার্ভিসকে এ অগ্নিকাণ্ডের খবর জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে  দোকানের ফার্নিচার সব পুড়ে ছাই হয়ে যায়। ফার্নিচারের পাশে থাকা আলামিনের ভাতের হোটেলের ফ্রিজসহ চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে যায়।
ফার্নিচারের দোকান মালিক অনিল সূত্রধর জানান,  আগুনে তার প্রায় ২৫-৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারি জানান, আমরা খবর পেয়ে অনেক চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করছি সর্ট সার্কটি থেকে এ আগুন লাগতে পারে৷ তদন্ত করে পরবর্তীতে  অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments