বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাপশ্চিম নারিকেলবাড়ী সার্বজনীন আরোগ্যদায়ী সেবক পাগলা সভা পালিত।

পশ্চিম নারিকেলবাড়ী সার্বজনীন আরোগ্যদায়ী সেবক পাগলা সভা পালিত।

কোটালিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার রাধাগন্জ ইউনিয়নের পশ্চিম নারিকেলবাড়ী সার্বজনীন আরোগ্যদায়ী সেবক পাগলা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪ দিন যাৎত এ সভায় উপস্থিত ছিলেন, সম্মানিত সভাপতি মিঃমার্ক অরুন হালদার, সহসভাপতি মিঃমোশী বাবুল ঘরজা, সম্পাদক মিঃশলোমান মৃধা।অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় দিনে প্রভুর বাক্য প্রচার করবেন রেভা ঃডেভিট মৃধা, পরিচালানায়ঃস্থানীয় ক্যাটেখিষ্ট প্রবীর কুন্দা, রেভা ঃডেভিট বৈদ্য,পুরোহিত(জিজাস কল চার্চ,ঢাকা),উক্ত পাগল সেবক সভায় বিশেষ প্রভুরর বাক্য প্রচার করেন জ্যাক স্বপন শিকদার (ইয়ুথ উইথ এ মিশন, ঢাকা)। সর্বশেষে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও সভার সমাপ্তি ঘোষনা করেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments