
নিজস্ব প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আয়মা রসুলপুর ইউনিয়নের কদুবাড়ী গ্রামে শত্রুতা করে রাতের অন্ধকারে কৃষকের ফসলি পোটল ও কচুর জমিতে বিষ প্রয়োগ করে সমস্ত ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে,
ঘটনাটি ঘটেছে আয়মা রসুলপুর ইউনিয়নের কড়িয়া মৌজার কোদুবাড়ী গ্রামে,
ভুক্তভোগী ওই গ্রামের নজিমদ্দিন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত একই গ্রামের মৃত সাত্তারের ছেলে হামিদুল ইসলাম ও তাহার ছেলে সাদ্দাম হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে, এই শত্রুতার জেরে ঈদুল আযহার আগে বিবাদীগণ আমার স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দেয়,
এ বিষয়ে একটি মামলা করলে আসামিগণ জেলখানা থেকে বের হয়ে, আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি,ক্ষতি করার হুমকি দেয়, ঘটনা দিন মঙ্গলবার আমার ২০শতক ধরন্ত পোটলের জমি, ১১শতক কচুর জমিতে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে, এ বিষয়ে আমি পাঁচবিবি থানায় ও উপজেলার নির্বাহী অফিসার বরাবর, উপজেলা চেয়ারম্যান বরাবর, ও উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি,
সুষ্ঠু তদন্ত অনুযায়ী আমি এর বিচার দাবি করি।
তবে এ বিষয়ে পাঁচবিবি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।