বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাপাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন সেনাবাহিনী

পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন সেনাবাহিনী

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি, শৃংঙ্খলা বজায় রেখে যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেন সেনাবাহিনী জয়পুরহাট জেলা আর্মি ক্যাম্প। এসময় তারা মন্দির কমিটির সদস্য ও পুরোহিতদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে নির্বিঘ্নে পুজা পালনে কোন প্রকার সমস্যার সৃষ্টি হলে তাদের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগের পরামর্শ দেন। আজ বৃহস্পতিবার বিকালে পৌর শহরের কেন্দ্রীয় বারোয়ারী মন্দির পরিদর্শন করেন জয়পুরহাট জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল মোঃ জুবায়ের শফিক (পিএসসি)। এসময় সেনা কর্মকর্তার সঙ্গে ছিলেন মেজর মোঃ জাহিদ হোসেন, মেজর মোঃ সাদনান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল হক, থানার এসআই আব্দুল্লাহ আল-মাসুম ও এসআই মোঃ শাজাহান হোসেনসহ পুলিশ ফোর্স। পরে সেনাসদস্য টিম  থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলার শিমুলতলী, বাগজানা, রতনপুর, সোনাপুর, শালুয়া, হাটখোলা, কেশবপুর ও আয়মারসুলপুর সহ বিভিন্ন দূর্গা মন্দির গুলো পর্যায়ক্রমে পরিদর্শন করেন।

পাঁচবিবি উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী বলেন, সকল প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কোন ঝুঁকি নেই। এবছর অত্র উপজেলায় ৭৬’টি মন্দিরে শারদীয় দূর্গাপুজা উদযাপন হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments