বাড়িএক্সক্লুসিভ নিউজপ্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের দিনব্যাপি প্রদর্শনী

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের দিনব্যাপি প্রদর্শনী

জৈন্তাপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর’র উদ্যোগে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের দিনব্যাপি প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।
৫ জুন শনিবার উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল, লাইভস্টক অফিসার সাইফ আহমদ, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, যুবলীগ নেতা শাহিন আহমদ প্রমুখ।
শুরুতেই অতিথিবৃন্দ ফিতা কেটে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্ভোধন করেন। প্রদর্শনীতে বিভিন্ন পর্যায়ের ৩০টি স্টল অংশগ্রহণ করে। গরু, ছাগল, বেড়া, হাসঁ-মুরগি,কবুতর সহ বিভিন্ন প্রজাতির প্রাণি ছিল ষ্টল গুলোতে। প্রচার প্রচারণা বিহিন হওয়ায় প্রদর্শনী তেমন সাড়া পড়েনি কৃষকদের মধ্যে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments