
রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিস প্রতিনিধি :
ঘাটাইল উপজেলাধীন ফাতেমা ফাউন্ডেশন ও ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ফাতেমাতুল কোরআন মডেল মাদ্রাসা, মসজিদুল মদিনা জামে মসজিদ, রিয়াজুল জান্নাত ইসলামিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজের মাধ্যমে মসজিদ সহ সকল প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ জাহিদ হাসান রাসেল সাহেবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জনাব মোঃ নাহিদ হাসান রিংকু সাহেব । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব মাওলানা হারুনুর রশিদ সাহেব।
প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ জাহিদ হাসান রাসেল বলেন, সুবিধাবঞ্চিত অবহেলিত মানুষদের সার্বিক সহযোগিতার জন্য ফাউন্ডেশন কর্তৃক উল্লেখিত প্রতিষ্ঠানগুলো চালু করা হইল। সকলের সার্বিক সহযোগিতায় আমাদের ফাউন্ডেশনটি একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।