বাড়িখুলনা বিভাগখুলনা জেলাফুলতলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৭ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন।

ফুলতলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৭ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন।

মো: নাসিরুল ইসলাম(ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি :

০৬ মার্চ,ফুলতলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৭ ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন।
ফুলতলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূ‚মি) পাপিয়া সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে ফুলতলা উপজেলার ৭ টি অবৈধ ইট ভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নকৃত ইটভাটা গুলো হলো সুপার ব্রিকস, নিউ সুপার ব্রিকস, হোসাইন ব্রিকস, বেস্ট ব্রিকস, স্টোন ব্রিকস, খানজাহানআলী ব্রিকস এবং ইউনাইটেড ব্রিকস। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূ‚মি) পাপিয়া সুলতানা বলেন, আগামী ৭ মার্চের মধ্যে সকল অবৈধ ইট ভাটা বন্ধের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে, তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ফুলতলা উপজেলার ৭টি অবৈধ ইঁটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওজোপাটিকোর আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সরকারি কাজে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের সহযোগিতা করেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments