
ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহর ফুলপুরে ভাইটকান্দি বাজার অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি কম্পিউটার দোকানের সাটার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
এসময় এক টি কম্পিউটার, ব্যাটারী ও আইপিএস সহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।
মঙ্গলবার দিবাগত রাতে ভাইটকান্দি বাজার তুষার তুরিন কম্পিউটার দোকানে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক মানিক জানান ,মঙ্গলবার বিকাল ২ টায় দোকান বন্ধ করে বাড়ীতে যান।
সকালে দোকানে এসে দেখতে পান সাটার ভাঙা। পরে ভিতরে গিয়ে দেখেন দোকানে থাকা কম্পিউটার, ব্যাটারী ও আইপিএস চুরি করে নিয়ে যায়।
এ চুরির ঘটনায় দোকানের মালিক মোঃ মানিক আজ বুধবার ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানান।