
ফুলপুর(ময়মনসিংহ) নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ফুলপুর পৌরসভার ছনকান্দা বাজার জামে মসজিদ সংলগ্ন স্থানে ওই সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ কর্মসূচি বাস্তবায়ন করে।
সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ইমন।
এ সময় ফিল্ড অফিসার কনা আফরোজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, রফিকুল ইসলাম, বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান প্রমু্ূখ।