বাড়িসিলেটফেঞ্চুগঞ্জে গৃহহীন ৪১ টি পরিবার পাচ্ছে নতুন ঘর

ফেঞ্চুগঞ্জে গৃহহীন ৪১ টি পরিবার পাচ্ছে নতুন ঘর

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।

সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত গৃহ ও জমি হস্তান্তর নিয়ে এ প্রেস ব্রিফিং করেন।

প্রেস বিফিংয়ে সাংবাদিকদের জানানো হয় আগামীকাল ২৬ এপ্রিল সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে ফেঞ্চুগঞ্জের ১২টি উপকারভোগী পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া আনুষ্ঠানিক ভাবে দলিল হস্তান্তর করবেন। এবং সকাল ১১টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

আর জানান আশ্রায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের ১ম কিস্তিতে ফেঞ্চুগঞ্জে ৪১টি গৃহ প্রদান করা হচ্ছে। এর মধ্যে ২৯ টি গৃহ নির্মাণাধীন রয়েছে।

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, সিনিয়র সদস্য শহীদ আহমেদ চৌধুরী জুলহান, সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল, সহযোগি সদস্য জুলহাস আহমেদ, আসিফ ইকবাল ইরন, ছামি হায়দার ও সাংবাদিক হাবিবুল রহমান জুয়েল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments