বাড়িঅন্যান্যফেঞ্চুগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ফেঞ্চুগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটের ফেঞ্চুগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, ধর্মীয়-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্টান সমূহ নানা কর্মসূচি পালন করেছে।

শনিবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিন সংগঠন, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান প্রতিষ্টানগুলো।

পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা হেলিপ্যড মাঠে থানা পুলিশ, ফায়ারসার্ভিস ও আনসার বাহিনী, বিএনসিসিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব

এছাড়া সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ হাবিবুর রহমান হাবিব এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল থানা অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments