
মোঃ শান্ত রহমান ( বকশীগঞ্জ জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন।
প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পথসভা, নির্বাচনি প্রচারণায় ব্যস্ত তিনি।
এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরে তার ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
মঙ্গলবার (৮ মে) দুপুরে পৌর শহরে প্রতিটি দোকানে গিয়ে ঘোড়া প্রতীকে ভোট ও সহযোগিতা কামনা করে লিফলেট বিতরণ করেন আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার।
এছাড়াও তিনি উপজেলার পৌরসভা, বকশীগঞ্জ সদর ইউনিয়ন,বগারচর,ধানুয়া কামালপুর, বাট্রাজোর, নিলাক্ষিয়া, মেরুরচর,সাধুরপাড়া সহ প্রতিটি গ্রাম, পাড়ায় নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর,সাবেক মহিলা কাউন্সিলর রহিমা বেগম, আওয়ামী সাংস্কৃতিক লীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, শ্রমিক লীগের সদস্য সচিব মিষ্টার রানা, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।