বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় চালকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে দুই নারীসহ তিনজন গ্রেপ্তার।

বগুড়ায় চালকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে দুই নারীসহ তিনজন গ্রেপ্তার।

সাজেদুল ইসলাম রাসেল ।। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

 গত শনিবার রাত ১০ টার সময় বগুড়া সদর মাটিডালী কালিবালার নেসকো অফিসের সামনে এঘটনা ঘটে। সেই সময় স্থানীয় জনতার সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করে ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ। অটোরিকশা চালক আকাশ ইসলাম জানান রাত দশটার সময় তিন জন ব্যক্তি মাটিডালি থেকে শাখারিয়া যাবে বলে ভাড়া নেয় , এবং কালিবালা নেসকো অফিসের সামনে যেতেই পিছনে ছিটে থাকা একটা ছেলে ছুরি দিয়ে আমার পাশে থাকা বাবাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে,

এই সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার আহত মোঃ আনিছুর রহমানকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। এবং ছিনতাইকারীদের আটক করে, ফুলবাড়ী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় পাঠিয়ে দেয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো 
কাটনার পাড়ার ১,তপু (২০), পিতা মৃত,শাহিনুর ইসলাম ২,তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন (১৯)
৩, সুলতানগঞ্জ এলাকার, মোছাঃ রুহি খাতুন (২০) স্বামী মোঃ নাইম ইসলাম।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments