
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি।
বগুড়ায় এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর হতে পাবনাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড ১৪-১৮৪৯) মাদকদ্রব্য গাঁজা বহন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৬/০৪/২৪ তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকায় র্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানার মাটিডালি এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়কে আটক করে।
১,মোঃ নজরুল ইসলাম খান (৩০), পিতা- মোঃ আব্দুল কাদের, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট, ২। মোঃ রুবেল মিয়া (২৫), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, থানা- ডিমলা, জেলা- নীলফামারীদ্বয়কে তাদের চালিত ট্রাকে গোপন ভাবে রক্ষিত ২২ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০২টি সীমসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।