বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ৬০ বোতল ফেন্সিডিল ও ১ কেজিঁ ২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক...

বগুড়ায় ৬০ বোতল ফেন্সিডিল ও ১ কেজিঁ ২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।

 

সাজেদুল ইসলাম রাসেল।। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

সোমবার ০৭,১০,২৪,ইং তারিখে বগুড়া  জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে শিবগঞ্জ থানা মোকামতলা  মুরাদপুর  মীর & রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কে  চেকপোস্ট বসিয়ে  মো: আমির হোসেন (৩৮), পিতা- মো: আফসার আলী থানা নাগেশ্বরীজেলা-কুড়িগ্রামকে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।একই স্থানে আরো বিশ বোতল ফেন্সিডিল সহ মোঃ সোলেমান পিতা মোঃ মৃত কালু শেখ কে আটক করা হয়, অপরদিকে ১কেজি ২০০গ্রাম গাঁজাসহ মো: এমরান(২২), পিতা: মো: আফতাব জামানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক থানায় মাদক মামলা রয়েছে বলে জানান।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments