
সাজেদুল ইসলাম রাসেল।। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
সোমবার ০৭,১০,২৪,ইং তারিখে বগুড়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে শিবগঞ্জ থানা মোকামতলা মুরাদপুর মীর & রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মো: আমির হোসেন (৩৮), পিতা- মো: আফসার আলী থানা নাগেশ্বরীজেলা-কুড়িগ্রামকে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।একই স্থানে আরো বিশ বোতল ফেন্সিডিল সহ মোঃ সোলেমান পিতা মোঃ মৃত কালু শেখ কে আটক করা হয়, অপরদিকে ১কেজি ২০০গ্রাম গাঁজাসহ মো: এমরান(২২), পিতা: মো: আফতাব জামানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক থানায় মাদক মামলা রয়েছে বলে জানান।