বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ৮, ঘন্টায় হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়ায় ৮, ঘন্টায় হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

ঘটনা সূত্রে জানা যায় মোঃ গোলাম রসুল(২২), পিতা-মৃত ইউনুছ আলী, সাং-বালা কৈগাড়ী, থানা ও জেলা-বগুড়া থানায় এসে আসামী ১। মোঃ আব্দুল ওয়াহাব(৩৭), ২। মোঃ মনির মন্ডল(২৫), উভয় পিতা-মোঃ জিল্লার মন্ডল, ৩। মোঃ আহসান মন্ডল(২৬), পিতা-মোঃ জিন্না মন্ডল, ৪। মোছাঃ নাছিমা বেগম(৫০), স্বামী-মোঃ শাহাদৎ হোসেন, ৫। মোছাঃ দোলেনা বেগম(৫৫), স্বামী-মোঃ ফটু আকন্দ, ৬। মোছাঃ সীমা বেগম(৫০), স্বামী-মৃত আঃ খালেক প্রামানিক, সর্বসাং-বালা কৈগাড়ী, থানা ও জেলা-বগুড়াগণসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, বাদীর বড় ভাই মোঃ আবু শাহিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগতেছে। গত ইং ২০/০৬/২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় তাহার ভাই মোঃ আবু শাহিন বগুড়া সদর থানার বালা কৈগাড়ী গ্রামস্থ ১নং আসামীর বাড়ীর সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ১নং আসামীর স্ত্রীকে রাস্তা থেকে হাত ধরে সরে দেয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২২/০৬/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় বাদীর বড় ভাই মোঃ আবু শাহিনকে বালা কৈগাড়ী গ্রামস্থ জনৈক মোঃ রুহুল আমিন এর দোকানের সামনে একা পেয়ে ১নং আসামী এলোপাথাড়ী চর-থাপ্পড় কিলঘুসি মেরে  জখম করে। ১নং আসামী বাদীর ভাইকে মারপিট করলে

সে বাড়ীতে এসে পরিবারের লোকজনকে জানায়। পরবর্তীতে ইং ২২/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাদী বাড়ীতে গিয়া তার পিতার কাছে থেকে  জানতে পারে ১নং আসামী, বাদীর ভাই আবু শাহিনকে মারপিট করছে। বাদী তাহার ভাইকে মারপিটের বিষয়ে জানতে পারে ইং ২২/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন বালা কৈগাড়ী গ্রামস্থ বালা কৈগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  রাস্তার উপর ১নং আসামীকে দেখা পেয়ে তার ভাইকে মারপিটের কারণ জিজ্ঞাসা করিলে উক্ত আসামী বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী আসামীকে গালিগালাজ করিতে নিষেধ করলে সকল আসামীগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুসি মারতে থাকে এবং পাশে এক ড্রেনের ভিতরে ঘাড় সহ মাথা চেপে ধরেলে বাদীর পিতা ইউনুছ আলী(৫৫) শ্বাস-প্রশ্বাস বন্ধ হইয়া মৃত্যু বরণ করে। উক্ত ঘটনারয় বগুড়া সদর থানার মামলা দায়ের করেন।

উক্ত সময় বাদীর পিতা ইউনুছ আলী(৫৫) ঘটনাস্থলে আগাইয়া আসিলে ৪-৬নং আসামীগণ বাদীকে ধরে রাখে এবং ১-৩নং আসামীগণ একই উদ্দেশ্যে বাদীর পিতাকে এলোপাথাড়ী মারপিট করিয়া ঘটনাস্থলের পার্শ্বের থাকা ড্রেনের ভিতরে জোরপূর্বক ঘাড়সহ মাথা চাপিয়া ধরিলে বাদীর পিতা ইউনুছ আলী(৫৫) শ্বাস-প্রশ্বাস বন্ধ হইয়া মৃত্যু বরণ করে। উক্ত ঘটনারয় বগুড়া সদর থানার মামলা নং-৬৫, তাং-২৩/০৬/২০২৪ ইং,বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আকতার, পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরাফত ইসলাম, সদর সার্কেল, বগুড়া ও বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহর ,সহায়তায় ঘটনার সহিত জড়িত এজাহার ২নং আসামী মোঃ মনির মন্ডল(২৫), পিতা-মোঃ জিল্লার মন্ডল,  ২৩/০৬/২০২৪ তারিখ রাত্রী ০৪.৪০ ঘটিকার সময় বগুড়া সদর থানার মুরুইল মধ্যপাড়া থেকে গ্রেফতার করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের  অভিযান চলমান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments