বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া ক‌ওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত 

বগুড়া ক‌ওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত 

সাজেদুল ইসলাম রাসেল ।। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর /২৪ সোমবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের অন্তর্গত গাবতলীর পোড়াদহ দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলহাজ মোঃবজলুর রশিদ মাস্টার বুলু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চকবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেনদৌলতজ্জামান ধুলু সরকার প্রথম শ্রেণীর ঠিকাদার খাদ্য গোডাউন বগুড়া, মোঃশফিউল আলম (শাফি)বিশিষ্ট ব্যবসায়ী পেরিরহাট,পৃষ্ঠপোষক শাহাদত হোসেন বাবু ছয়তারা মৎস্য আড়ৎ, গোলাবাড়ী মোঃ মোজাফফর রহমান সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব গাবতলী উপজেলা শাখা, মোঃ আব্দুল হাকিম গনি মন্ডল অর্থ মাদ্রাসার সেক্রেটারি ওবাংলাদেশ প্রেসক্লাব গাবতলী শাখার যুগ্মসাধারণসম্পাদক,ওগোলাবাড়ী বাজার বনিক সমিতি সাধারণ সম্পাদক, প্রধান বক্তার বক্তব্য রাখেন আসাদুল আল গালিব জুমারবাড়ী গাইবান্ধা, দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবু সাঈদ রায়হানি,সোনাতলা, তৃতীয় বক্তার বক্তব্য রাখেন জাহাঙ্গীর বিন আশরাফ বগুড়া, চতুর্থর বক্তা মোঃ এনামুল হক প্রাণী চিকিৎসক গুড্ডুপ নগর এ সময় অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments